
নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ-৯৫০) বিআরটিসি বাস ইজারা নিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন ও পত্রিকায় মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী মানবন্ধন কর্মসূচিত পালিত হয়। এসময় কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মহাতাপ হোসেন, আমজেদ হোসেন, যুগ্ম সম্পাদক সুমন হোসেন, সহ যুগ্ম সম্পাদক হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম (শাহিন বাবু), কোষাধ্যক্ষ রকিবুল হাসান রঞ্জু, অফিস সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আজমির হোসেন আলম, প্রচার সম্পাদক ফরিদ হোসেন, সড়ক সম্পাদক আব্দুর রহমান প্রমুখ। এসময় বক্তারা বলেন, শ্যামনগরের বিআরটিসি কাউন্টারের ম্যানেজার আজিম ও কালিগঞ্জের রতনপুরের সবুজ বিআরটিসি বাস ইজারা নিয়ে সরকারি নিয়ম লংঘন করে অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত করছে। যাত্রীরা সেবা থেকে বিব্রত হচ্ছেন। সরকারের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। তারা যত্রতত্র যাত্রী উঠাচ্ছেন নামাচ্ছেন। তারা বিগত নির্বাচনে পরাজিত হয়ে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক পরিবহন ইউনিয়নের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে। এরই অংশ হিসেবে আমাদের বিরুদ্ধে সাংবাদিকদের নিকট মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে মনগড়া বানোয়াট সংবাদ প্রকাশ করিয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষায় সরকারি নীতিমালা মেনে বিআরটিসি বাস চলাচলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধন থেকে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন নেতৃবৃন্দ।