কালিগঞ্জ ব্যুরো:
মুজিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে ১০৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করেছে পুলিশ । সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোরে (কালিগঞ্জ সার্কেলের) অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের খার হাট ব্রিজ সংলগ্ন এলাকা হতে তাকে আটক করা হয়।
এসময় একটি বস্তার ভিতর ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক মুজিবুর রহমান কালিগঞ্জ উপজেলার খার হাট গ্রামের শেখ সবেদ আলীর পুত্র। এ ঘটনায় থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে সোমবার মাদক আইনে মামলা দায়ের করেছেন। মাদক আটকের বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল)আমিনুর রহমান নিশ্চিত করেছেন।