আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জের পল্লী থেকে মাদ্রাসা পড়ুয়া ছেলে শাকের আলী নিখোঁজ হওয়ার ১ মাসেও সন্ধান মেলেনি। দিনমজুর পিতা, মাতাসহ আত্মীয় স্বজনরা হতাশায় আহাজারি করছে। সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাটি গ্রামের সিরাজুল ইসলাম মোড়লের পুত্র। পরিবার ও থানা সূত্রে জানাগেছে, গত শনিবার (৮ জুলাই) সকাল ৯ টায় বাড়ি থেকে পার্শ্ববর্তী ফতেপুর হাফিজিয়া মাদ্রাসাযর উদ্দেশ্যে বাহির হয়, অথচ সে মাদ্রাসায়ও যায়নি আবার বাড়িতেও ফিরে আসেনি। হারায়ে যাওয়া সাকের আলী (১৩) ১মাস ধরে নিখোঁজ থাকায় তার মা এখন পাগল প্রায়। ছেলের জন্য বুকফাটা আহাজারি আর কান্নায় দিন গুনছেন কখন পুত্র ফিরে আসবে বাড়িতে, স্থানীয়রা বলেন ফতেপুর হাফিজিয়া মাদ্রাসায় পাঁচ পারা কোরআন শরীফ সবেমাত্র শেষ হয়েছে। তার পিতা সিরাজুল ইসলাম বলেন আমার ছেলে বাড়ি থেকে বাহির হয়ে নিখোঁজ হয়ে যায়, আত্মিয় স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করা হয়েছে, এখনো পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। ছেলে নিখোঁজ এর ঘটনায় গত ১৩ জুলাই কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছে তার পিতা সিরাজুল ইসলাম। সাধারণ ডায়েরী নং ৬২১। যদি কোন ব্যক্তি তার সন্ধান পান তাহলে ০১৭৩৭-২৩৩২২১ যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।