
কালিগঞ্জ প্রতিবেদক: কালিগঞ্জে শ্রী শ্রী আমিয়ান রসিকানন্দ গৌড়ীয় মঠের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শিক্ষক রবিন্দ্রনাথ মন্ডল কে সভাপতি এবং ত্রিদ্বণ্ডি স্বামী ভক্তি বৈভব কেশব মহারাজ কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সম্পন্ন করা হয়। শুক্রবার বিকাল ৫টার সময় কেন্দ্রীয় মঠ প্রাঙ্গণে ভক্তি ভৈরব কেশব মহারাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী মাধ্বগৌড়ীয় নারিন্দা মঠ ঢাকা কেন্দ্রীয় মঠের ভূতপূর্ব প্রাক্তন সাধারণ সম্পাদক পূজ্যপাদ উৎপল রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মঠের সদস্য অগ্রনী ব্যাংকের সাবেক ডিজিএম সাধন চন্দ্র মন্ডল, এ্যাডঃ উদয় কুমার বশাক, পরিমল কুমার সরকার। সভায় সর্ব সম্মতি ক্রমে ৩১ সদস্য বিশিষ্ট কালিগঞ্জের শ্রী শ্রী আমিয়ান মঠ রসিকা নন্দ গৌড়ীয় মঠের কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি মন্ডলের সদস্যরা হলো নরিন্দ্রনাথ বশাক, অনীলকৃষ্ণ দাশ, রবিন্দ্রনাথ ঘোষ অপু, হরিদাশ সরকার, সত্য চরণ দাস, সহ সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ ঘোষ, প্রভাষক মুকুন্দ ঘোষ, নয়ন কুমার দাস, কোষাধ্যক্ষ শিক্ষক দেবেসচন্দ্র ঘোষ, ভিশিষ্ট ব্যবসায়ী বরুন কুমার ঘোষ, কার্যকরী সদস্যরা হলেন শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার মন্ডল, গোপাল চন্দ্র ঘোষ, দিনবন্ধু ঘোষ, পরিমল কুমার ঘোষ, স্বপন কুমার ঘোষ, চিত্ত রঞ্জন ঘোষ, বিশ্বজিত ঘোষ,শিক্ষক আনন্দ কুমার সরকার, নিত্যানন্দ সরকার, বিমল চন্দ্র সরকার, কৃষ্ণ গোপাল ঘোষ, দেব প্রসাদঘোষ, সনোতষ ঘোষ, লক্ষè ঘোষ, বিশ্বজিৎ, জয়দেব কুমার দাস, সুকুমার ঘোষ, দৈত কৃষ্ণদাশ ওরফে দুলাল, নব কৃষ্ণ দাস, অডিট অফিসার সাধন চন্দ্র মন্ডল, অফিস ইনচার্জ গোবিন্দ বশাক।