
আশাশুনি প্রতিবেদক:
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৮ দলীয় টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মিত্র তেঁতুলিয়া স্মরণিকা যুবসংঘের আয়োজনে সাতক্ষীরা চাঁদপুর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা যুব সংঘ ও আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া স্মরণিকা যুব সংঘ পরস্পর মুখোমুখি হয়।
উক্ত খেলায় মিত্র তেঁতুলিয়া স্মরণিকা যুব সংঘ ০২ গেম ও মাটিয়াডাঙ্গা যুব সংঘ ০৩ গেম করে জয়লাভ করেন। এসময় কাদাকাটি ইউপি’র বারবার নির্বাচিত চেয়ারম্যান দীপঙ্কর কুমার (দীপ), অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাম সরদার, ইউপি সদস্য উজ্জল মিত্র, মুক্তিযোদ্ধা সাহেব ফকির সহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। সমগ্র খেলাটি পরিচালনা করেন ছবিবুর ও সবুজ।