
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার কাদাকাটিতে অসীমা রাণী স্মৃতি ১৬ দলীয় নাইট ক্রিকেট টুর্ণামেন্টে কাটাবুনিয়া স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন হয়েছে। রবিবার (২৫ জানুয়ারী) রাতে কাদাকাটি দক্ষিণ কালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় কাটাবুনিয়া স্পোর্টিং ক্লাব ক্রিকেট দল বনাম গোয়ালডাঙ্গা স্পোর্টিং ক্লাব ক্রিকেট দল মুখোমুখি হয়। খেলায় কাটাবুনিয়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার দ্বীপের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন ও পুরস্কার বিতরণ করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আবম মোছাদ্দেক, উপজেলা আওয়ামালীগের প্রচার সম্পাদক জগদীশ চন্দ্র সানা, সাবেক প্রধান শিক্ষক দিলিপ কুমার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, কুল্যা ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক টিটুল প্রমুখ।