চট্টগ্রাম ব্যুরো: করোনা সংকটের মধ্য দিয়েও থেমে থাকেনি আল্লাহর প্রতি মানুষের এবাদত। গত ২২ জুলাই থেকে শুরু করে ২৫ জুলাই পর্যন্ত পালিত হয় আমানত শাহ (রাহঃ) দরবারের ওরস শরীফ। আল্লাহর প্রতি ভয় ভীতি এবং আনুগত্য থেকেই পালন করা হয়েছে আমানত শাহ (রাহঃ) দরবারের ২৫৪ তম এই ওরশ শরীফ।
এ ব্যাপারে দরবারের খেদমতে নিয়োজিত শাহজাদা মোঃ এনায়েত উল্লাহ খান বলেন, সকল স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়েছে এবারের ওরস। দরবারে আসা ভক্ত-অনুরাগীদের মধ্যেও দরবারের এই ওরস নিয়ে ছিল বিপুল উৎসাহ উদ্দীপনা।
শাহজাদা মোঃ বেলায়েত উল্লাহ খান বলেন, ওরস শরীফে আসা ভক্তদের আল্লাহর প্রতি আনুগত্য লাভের জন্য দরবারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের বিষয়ে ও বলা হয়েছে।
শাহজাদা এজাজ উদ্দিন খান বলেন, আমরা সবাইকে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আল্লাহর এবাদত করার জন্য আহ্বান জানিয়েছি ।
শাহজাদা মাহির দাইয়ান খান বলেন এই দূর্যোগ মুহূর্তেও আমরা দেখতে পেরেছি মানুষের আল্লাহর প্রতি কতটুকু আত্মবিশ্বাস ও ভালোবাসা রয়েছে তার প্রমাণ পেয়েছি এবার এর ওরস শরীফে। শত বাধার মুখেও মানুষ আল্লাহর প্রতি ছিল পূর্ণ বিশ্বাস। এছাড়াও দরবার শরীফে করোনার এই সংকটময় মুহূর্তে বাংলাদেশ সহ সারা-বিশ্বের মানুষ যাতে ভালো থাকে এবং এই সমস্যার যেন দ্রুত অবসান ঘটে সে জন্য দোয়া করা হয়।