অনলাইন ডেস্ক :
সারাদেশে সকল পর্যায়ে ইন্টারনেট এবং ক্যাবল টিভি বন্ধের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং আইসিটি প্রতিমন্ত্রীর অনুরোধে এবং দক্ষিণ সিটির মেয়রের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম, মহাসচিব ইমদাদুল হক এবং ক্যাবল অপারেটর অব বাংলাদেশের (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজ এই ঘোষণা দেন।
এর আগে রাজধানীর ঝুলন্ত তার অপসারণের প্রতিবাদে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন রাখার কর্মসূচি ঘোষণা করেছিল আইএসপিএবি এবং কোয়াব। এটা রবিবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল।
মন্ত্রী মোস্তফা জব্বার জানান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে বিষয়টি জানানো হয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে সার্বিক বিষয় তুলে ধরবেন। আশা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে দ্রুত সমাধান আসবে।