
নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার শ্রীউলায় ৪ সন্ত্রাসীর অপকর্মে অতিষ্ঠ হয়ে তাদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় মাড়িয়ালা মুক্তিযোদ্ধা চত্বরে শ্রীউলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্রীউলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুকুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শ্রীউলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর গাজী, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগের সদস্য আবু হাসান, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বকচর গ্রামের কুখ্যাত রাজাকার আব্দুর রউফের পুত্র আমান, নাশকতা মামলায় জেল খাটা আসামী রউফের আরেক পুত্র শহীদুল ও বেলাল ও হাকিমের অত্যাচারে এলাকার মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছে। একজন জনপ্রতিনিধির সব অপকর্ম ঢাকতে তারা মরিয়া হয়ে উঠেছে। সম্প্রতি ঐ জনপ্রতিনিধির বিরুদ্ধে তার আমলে দূর্নীতির চিত্র গ্রামে গ্রামে গিয়ে তুলে ধরে শ্রীউলা ইউনিয়ন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও উপজেলা ছাত্রলীগের একাংশ। এতেই ওই জনপ্রতিনিধির গাত্রদাহ শুরু হয়।
বক্তারা আরও বলেন, শ্রীউলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন জনপ্রতিনিধির বিরুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রাখায় তার উপর বিভিন্ন সময়ে দমন-পীড়ন ও নির্যাতন চালানো হচ্ছে। গত শনিবার এসবের জের ধরে গভীর রাতে ইসমাইল হোসেনের বাড়িতে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে সিধ কেটে প্রায় ৩ লক্ষ টাকার ঔষধ চুরি করতে যায় আমান, শহীদুল, বেলাল ও হাকিম। বাড়ির লোকজন দেখে ফেলায় তারা পালিয়ে যায়। এই ৪ জন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের অত্যাচারে জর্জরিত এলাকার মানুষ। মানববন্ধনে অবিলম্বে তাদেরকে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি দাবী জানান বক্তারা। মানববন্ধনে এলাকার মানুষ অংশ নেয়।