
নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার শ্রীউলায় ঘূর্নিঝড় আম্ফানে ক্ষত্রিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র পক্ষ থেকে সোমবার সকালে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, আধা লিঃ তেল, ১ কেজি লবণ ও ১টি করে সাবান প্রদান করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে এমপি প্রতিনিধি ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও শম্ভুজীৎ মন্ডল,উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম, যুবলীগ নেতা তৌষিকে কাইফু, প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু, ওমর ছাকি পলাশ, আ’লীগ নেতা আলাউদ্দিন লাকী প্রমুখ উপস্থিত ছিলেন।