
আশাশুনি ব্যুরো: আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হামদ-নাত পরিবেশন, দেশাত্মবোধক সংগীত ও আলোচনা সভা দোয়ানুষ্ঠান করা হয়।
শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়: আশাশুনির শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান করা হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভগীরথ বাছাড় এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী সহকারী শিক্ষক তপন গাইন, শহিদুল ইসলাম, মাও: সাইফুল্লাহ, মোহসিনা খাতুন, শাহিদা আক্তার, নিত্যানন্দ সরকার, নির্মল মন্ডল প্রমুখ।
সবদলপুর সরকারি প্রা: বিদ্যালয়: আশাশুনি সদর ইউনিয়নের সবদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হামদ-নাত পরিবেশন ও আলোচনা সভা করা হয়। প্রধান শিক্ষিকা সীমা রানী মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এসএমসি সদস্য নিমাই মন্ডল, সহকারী শিক্ষক স্বপ্না সরকার, লিপিকা সরকার, বিশ^নাথ মন্ডল প্রমুখ আলোচনা রাখেন।
নাটানা সরকারি প্রা: বিদ্যালয়: আশাশুনি সদর ইউনিয়নের নাটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা করা হয়। প্রধান শিক্ষিক দিপঙ্কর মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এসএমসি সভাপতি অরুণ কুমার মল্লিক, সহ সভাপতি ডা: বিশ^জিৎ মন্ডল, সহকারী শিক্ষক কল্যান কুমার মল্লিক আলোচনা রাখেন। এছাড়া এসএমসি সদস্য সদস্য হারান গোলদার, সহকারী শিক্ষক তাপসী সরকার, হিমাংশু রায়, পিন্টু বিশ^াস, সুনীল রায়, প্রমুখ উপস্থিত ছিলেন।
খলিসানী সরকারি প্রা: বিদ্যালয়: আশাশুনির শোভনালী ইউনিয়নের খলিসানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা অবৃত্তি ও আলোচনা সভা করা হয়। প্রধান শিক্ষক গৌতম কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এসএমসি সভাপতি হরিদাশ বিশ^াস, সদস্য প্রিয়াঙ্কা বিশ^াস, গোবিন্দ মন্ডল, সহকারী শিক্ষক রোকেয়া খানম ও সন্ধ্যা রানী প্রমুখ আলোচনা রাখেন।
আশাশুনি মহিলা কলেজ: সামাজিক দুরত্ব বজায় রেখে বৃক্ষ রোপন ও জাতীয় শোক দিবসের উপর আলোচনা সভা করা হয়। অধ্যক্ষ এস এম সাঈদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা রাখেন, প্রভাষক প্রকাশ দাশ, আব্দুর রব, আল আমিন হোসেন, আকবর হোসেন, আবু জাফর, মুকুন্দ সরদার, সিরাজুল ইসলাম, দীপংকর বাছাড়, ইয়াহিয়া ইকবাল, সহকারী অধ্যাপক সেলিম দুর্রানি এবং রেহেনা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন রতন কুমার অধিকারী।
কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়: আশাশুনির কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত কওে উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান করা হয়। প্রধান শিক্ষক দু:খীরাম ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী প্রধান শিক্ষক অশোক কুমার মন্ডল, সহকারী শিক্ষক মাও: আব্দুল হক, সহাদেব দাশ, শিবনাথ কুন্ডু, মঈনুর আলম, দিপালী বিশ^াস, চন্দ্র শেখর, সমীতোষ রায়, রঞ্জন সরকার, খলিলুর রহমান, শঙকর বিশ^াস, আজহারুল ইসলাম ও সত্যেন্দ্রনাথ বাইন প্রমুখ আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন। এছাড়া জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের কর্মসূচীতে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে স্কুলের শিক্ষার্থী দেশের সংগীত জগতের সম্প্রতিক আলোচিত শিল্পী সুতপা মন্ডল।
চাঁদখালী দাখিল মাদ্রাসা: কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের চাঁদখালী দাখিল মাদ্রাসায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান করা হয়। মাদ্রাসা সুপার মাও: আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ¦ সিরাজুল হক গাইন। অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী সহকারী সুপার মাও: রুহুল আমিন, সহকারী শিক্ষক আব্দুল হক, মাও: আব্দুল হাই, মাও: আবুল কাশেম, অফিস সহকারী আব্দুল হক ও কর্মচারী আপ্তাব উদ্দীন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।