
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার খাজরায় ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার খাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে শিক্ষক ও জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতায় সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ছবি তোলা, আঙ্গুলের ছাপ, স্বাক্ষর ইত্যাদি তথ্য প্রদান করেন ভোটাররা। দু’ দিনে ৭শত ৮৪জন নাগরিক নতুন ভোটার হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে। সিনিয়র ডাটা এন্ট্রি অফিসার শেখ মিজানুর রহমানের নেতৃত্বে দক্ষ কম্পিউটার অপরেটরগনের সহায়তায় ভোটার হালনাগাদ কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান সিকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম (পিপিএম) ও খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম। উল্লেখ্য, ২০০৭ সালের ১জানুয়ারি বা তার পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদের মধ্যে যাদের বয়স ১৮বছর পূর্ণ হয়েছে, তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত করা হচ্ছে বলে জানান টিম লিডার শেখ মিজানুর রহমান। হালনাগাদ কার্যক্রমে ব্লাড গ্রুপিংয়ের দায়িত্বে ছিলেন ব্লাড ডোনেশন ক্লাবের অন্যতম সদস্য মিসেস ফিরোজা খানম।