
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার খাজরা ইউপি নির্ভাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক বোরহান উদ্দিন বুলু নির্বাচনী গণসংযোগ কেেরছন। শনিবার সকালে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে এ গণসংযোগ করা হয়। দৈনিক নওরোজ ও দৈনিক কালান্তরের জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন বুলু স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে নেমেছেন। শনিবার তিনি চেউটিয়া, খালিয়া, পারিশামারী গ্রামে গণসংযোগ করেন। পরে তিনি কাপসন্ডা বাজারে বিভিন্ন দোকানে ও বাজারে আগতদের মাঝে গণসংযোগ মোটর সাইকেল প্রতীকের লিফলেট বিতরণ করেন। এসময় আঃ সালাম, তারিকুল ইসলাম, শামছুদ্দিন, বিশ্বজিৎ মন্ডল, ডাঃ অসিত ব্যানার্জী, রবিউল ইসলাম প্রমুখ তার সাথে ছিলেন।