
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনি থানা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীসহ অপর এক আসামী গ্রেফতার হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে এসআই ইমরান হোসেন অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা সহ সবদলপুর গ্রামের মৃত অমূল্য কুমার দাশের ছেলে প্রসাদ কুমার দাশকে কোদন্ডা এলাকা হতে মাদক বিক্রয়ের সময় হাতে নাতে গ্রেফতার করা হয়। এব্যাপারে থানা ১২(০৭)২৩ নং মামলা রুজু করা হয়েছে। অপরদিকে এসআই মুহিতুর রহমান অভিযান চালিয়ে নিয়মিত মামলা ৬(০৭)২৩ এর আসামী হাজীপুর গ্রামের আনোয়ার সরদারের ছেলে সাইফুল সরদারকে বদরতলা বাজার হতে গ্রেফতার করেন।