আশাশুনি প্রতিবেদক: আশাশুনি সদরে বাড়ির লোককে অচেতন করে গ্রীল ও দরজার তালা ভেঙ্গে ও খুলে মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৬ নভেম্বর) দিবাগত রাতে সদরের সোদকনা গ্রামে এ ঘটনা ঘটে।
সোদকনা গ্রামের মৃত অভিলাশ মন্ডলের ছেলে শংকর মন্ডল (৬০) শনিবার রাতে খাওয়া দাওয়া শেষে স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। দ্বিতল বাড়িতে স্বামীস্ত্রীই বসবাস করেন। রবিবার (৭ নভেম্বর) ভোর ৭ টার দিকে একই গ্রামের হাফিজ দুধ ক্রয়ের জন্য প্রতিদিনের ন্যায় তাদের বাড়িতে যান। এসময় ঘরের গ্রীল ও দরজা খোলা এবং বাড়ির কাউকে ডেকেও সাড়া না পেয়ে পাশের লোকজনকে খবর দিলে তারা ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। ঘরের আলমারি ড্র খোলা ও মালামাল তছনছ দেখে পুলিশে খবর দিয়ে এসআই হাফিজ ঘটনাস্থানে পৌছে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন। আশাশুনি হাসপাতাল কর্তৃপক্ষকে রোগিদের ভর্তি না নেওয়ায় তাদেরকে এম্বুলেন্সযোগে সাতক্ষীরা হাসপাতালে পাঠান হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি এবং মালামাল খোয়ার তথ্যও জানা যায়নি।
উল্লেখ্য গত মাসে একই ভাবে বড়দল ইউনিয়নের জামালনগরে পীর সাহেবসহ বাড়ির লোকজনকে অবচেতন করে একই ভাবে মালামাল চুরির ঘটনা ঘটেছিল।