নিজস্ব প্রতিবেদক: আশাশুনিতে নিয়ম বহির্ভূতভাবে জলমহাল ইজারা প্রদান বন্ধ করে যোগ্য মৎস্যজীবি সমবায় সমিতির অনুকুলে ইজারা প্রদানের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আশাশুনি সদরের দয়ারঘাট মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর সহ-সভাপতি বাসুদেব মন্ডলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সদস্য আশাশুনি সদরের অজিত বিশ্বাসের পুত্র উজ্জল বিশ্বাস।
লিখিত তিনি বলেন, আমরা আশাশুনি ইউনিয়নের বাসিন্দা আমাদের বসবাসকৃত অবস্থান সংলগ্ন হাঁসখালী জলমহাল, হাড়িয়া নদী জলমহাল, শলুয়া নদী জলমহাল ও বলাবাড়িয়া জলমহাল অবস্থিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ে শাখা-৭ এর জারিকৃত প্রজ্ঞাপনের নীতিমালা-৫ (১) ধারা মতে অগ্রাধিকার ভিত্তিতে উক্ত জলমহালগুলি আমাদের অনুকুলে ইজারা দেয়ার কথা। কিন্তু নীতিমালা ভঙ্গ করে অনিয়মের মাধ্যমে ১৪২৬ থেকে ১৪২৮ সময়ে খোলপেটুয়া নদীর অপর পাড়ে বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর অনুকুলে ইজারা প্রদান করা হয়। ফলে নীতিমালা বিরোধী ও জেলে সম্প্রদায়ের অধিকারকে বঞ্চিত করা হয়েছে। এছাড়া প্রজ্ঞাপনের ৪(ঢ) ধারা মতে উক্ত বামনডাঙ্গা মৎস্যজীবি সমবায় সমিতি সহ ৩টি সমিতি নিয়ম লঙ্ঘন করে এসেছে।
নীতিমালা অনুসারে অগ্রাধিকার ভিত্তিতে জলমহালগুলি দয়ারঘাট মৎস্যজীবি সমিতির নিকটবর্তী হওয়ায় বামনডাঙ্গা সমিতি ইজারাকৃত জলমহাল ও শ্রীউলা ইউনিয়নের ৩টি জলমহাল ইজারা বাতিলকরতঃ দয়ারঘাট মৎস্যজীবি সমবায় সমিতি এবং শ্রীউলা ইউনিয়নের ৩টি মৎস্যজীবি সমবায় সমিতির অনুকুলে ইজারা প্রদান করতঃ তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য আকুল আবেদন জানানো হয়।