
বিএম আলাউদ্দীন, আশাশুনি থেকে: আশাশুনি উপজেলায় নবাগত সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তাকে জাতীয় মৎস্যজীবি সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও মতবিনিময় করা হয়েছে। রবিবার দুপুরে সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ শুভেচ্ছা জ্ঞাপন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার সম্প্রতি আশাশুনিতে যোগদান করেছেন। তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন, জাতীয় মৎস্যজীবি সমিতির কেন্দ্রীয় মহা সচিব রফিকুল ইসলাম মোল্যা, জেলা সাংগঠনিক সম্পাদক নিতাই ঢালী, আশাশুনি উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি শিবপদ মন্ডল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সরদার, যুগ্ম সম্পাদক হরিপদ মন্ডল, বড়দল ইউনিয়ন সভাপতি মুকুন্দ মন্ডল, মোতাহার আলী, রবিউল ইসলাম, নাজির উদ্দিন শেখ প্রমুখ। এসময় সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় শেষে উপজেলা মৎস্য সেক্টর, মৎস্য বিভাগের বাস্তবায়িত কর্মকান্ড ও মৎস্যজীবি সমিতির কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।