আশাশুনি প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার উপকূলীয় বাঁধভাঙ্গা প্লাবন ও জলাবদ্ধ কবলিত এলাকার ভুক্তভোগী জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রীয় উদ্যোগে পর্যাপ্ত ত্রাণ সহায়তা ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের দাবিতে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় আশাশুনি উপজেলা বিআরডিবি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসরকারি সংস্থা উত্তরণের জরুরি ত্রাণ ও পুনর্বাসন এডভোকেসি কমিটি। কমিটির আহ্বায়ক কিশোরী মোহন বৈদ্যের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য শিক্ষক সেলিনা আক্তার। ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম গ্রহণের কমিটির প্রস্তবনা ছিল বাধ বাধার পর ক্ষতিগ্রস্থ মানুষেরা যতদিন পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরে না আসে ততদিনের জন্য খাদ্য ও আনুষঙ্গিক অন্যান্য সহযোগিতা প্রদান অব্যাহত রাখা, দরিদ্র মানুষের জন্য গৃহ পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, আগামী ঝড়-জলোচ্ছ্বাস মৌসুমের আগেই ভেঙ্গে যাওয়া অসমাপ্ত বাধ গুলো বেঁধে দেওয়া অতি ঝুঁকিপূর্ণ বাধ মজবুত করা এবং প্লাবিত রাস্তাগুলো মেরামত করা।
এ সময় উপস্থিত ছিলেন উত্তরণের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ বি এম শফিকুল ইসলাম, উপজেলা নাগরিক সমাজের সেক্রেটারি মো রফিকুল ইসলাম, উপজেলা কমিটির সভাপতি রুহুল আমিন প্রমুখ।