
আশাশুনি প্রতিনিধি:
প্রতি বছর আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ভেড়ী বাঁধ ভাঙ্গনের শিকার হয়ে থাকে। টেকসই ও পরিকল্পিত নির্মান কাজের অভাবে বাঁধকে টিকিয়ে রাখা সম্ভব হচ্ছেনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাঁধের স্থায়ী নির্মান কাজের ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
সুপার সাইক্লোন আম্ফানের তান্ডবে ক্ষতিগ্রস্ত ও ভেড়ী বাঁথ ভেঙ্গে প্লাবিত অসহায় মানুষের খোজখবর নেওয়া, সহায়তা করা ও বাঁধের অবস্থা দেখতে গিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় তিনি তাদের উদ্দেশ্যে বলেন, মহামারী করোনাভাইরাসের হাত থেকে রক্ষার্থে উপজেলার সকল ইউনিয়নে মানুষকে ঘরের মধ্যে রাখা ও সরকারি নির্দেশনা মেনে চলার কারণে মানুষ দারুন ভাবে অর্থ ও খাদ্য কষ্টে আছে। তার উপর ঘূর্ণিঝড় আম্ফানের লন্ডভন্ড হওয়া এলাকার মানুষ ও নদীর বাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষ চরম বিপর্যস্ত। বাঁধ বরাবরের ন্যায় নির্মান করলে আবারও ভাঙ্গনের শিকার হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে টেকসই মজবুত বাঁধ নির্মানের দাবী জানান।