
আশাশুনি প্রতিবেদক: করোনা ভাইরাসের ২য় ঢেউয়ে এ পর্যন্ত ১১৪ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। ১৭ জুন নতুন করে আরও ৩ জনের পজেটিভ রিপোর্ট এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার (১৭ জুন) উপজেলায় ৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তারা হলেন, আশাশুনি গ্রামের নূর আলি (৮০) ও রাবেয়া (৫৫) এবং শোভনালী ইউনিয়নের বদরতলা গ্রামের সবুরা (৬৫)। এনিয়ে আশাশুনি উপজেলায় ১১৪ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আশাশুনি উপজেলায় সর্বমোট ১১৪ জন সংক্রমিতদের মধ্যে সবচেয়ে বেশী সংক্রমিত হয়েছে শোভনালী ইউনিয়নে এবং পরবর্তীতে আছে বুধহাটা ইউনিয়ন। শোভনালী ইউনিয়নে ৩৯ জন, বুধহাটা ইউনিয়নে ২৮ জন। এছাড়া কুল্যা ইউনিয়নে ৮ জন, দরগাহপুর ইউনিয়নে ২ জন, বড়দল ইউনিয়নে ৪ জন, আশাশুনি সদরে ১৯ জন, শ্রীউলা ইউনিয়নে ৫ জন, খাজরা ইউনিয়নে ২ জন, আনুলিয়া ইউনিয়নে ১ জন, প্রতাপনগর ইউনিয়নে ২ জন ও কাদাকাটি ইউনিয়নে ৪ জন। বৃহস্পতিবার করোনা পজেটিভ ব্যাংকার শামছুন্নাহার ও তার স্বামীর নেগেটিভ রিপোর্ট এসেছে।