
—
(শর্মিষ্ঠার ভাবনায়)
তুমি কি জানো, তুমি কতটা সুন্দর?
না সাজে, না ছাঁটে—
তোমার ভিতরের জ্বলে ওঠা আলোতেই জগৎ মুগ্ধ। 
চুপচাপ থেকেও তুমি কত কথা বলো,
তোমার চাহনিতে আকাশের রং বদলায়… 

তুমি কাঁদো, তুমি হাসো, তুমি লড়ো, তুমি চুপ করো—
সবকিছুতেই তুমি পূর্ণ।
তুমি আসল।
তুমি সত্য। 
পৃথিবী বদলাতে পারে…
কিন্তু তোমার হৃদয়ের কোমলতা—
সে অটুট থাকবে, তুমি যতই ভাঙো বা গড়ো। 
তাই আজ এই রাতে, নিজেকে বলো একটিবার—
“তুমি যথেষ্ট।
তুমি সুন্দর।
তুমি ঠিক ঠিকঠাক।” 
আর কেউ না বলুক,
আজ তুমি নিজেকেই ভালোবেসো…

