
- জেলা বিএনপির ৩ ,উপজেলা বি এনপির ৬ ও যুবদলের ৩ প্রভাশালী চাঁদাবাজিতে জড়িয়েছেন
- প্রতিদিন চারশ নপলির প্যাকেট থেকে তিন লক্ষ ষাট হাজার টাকা চাঁদাবাজি
-
চাঁদাবাজির ভাগাভাগি নিয়ে দু গ্রুপ মুখোমুখি,বাধতে পারে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় প্রভাবশালী বি. এন.পি ও যুবদলের নেতারা প্রতিদিন শুধু নপলির ব্যাবসা থেকে তিন লাখের অধিক টাক্ াচাঁদাবাজি করছে । এই চাঁদবাজির টাকা বাগ বটোয়ারা নিয়ে দু গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে । ঘটনাটি দেবহাটা উপজেলা সীমান্ত নদী ইছামতিকে ঘিরে ।প্রতিরাতে শ চারেক বল আসছে ইছামতি সাঁতরে । নদী পার হওয়ার পরে তা বিভিন্ন রুটে চলে যাচ্ছে দেশের অভ্যান্তরের হ্যাচারি গুলোতে । এ বল খেলার বল নয় । পলি পেপারে মোড়ানো বৃহাৎকৃতির প্যাকেটে বাগদার নপলি ( খুবই ক্ষদ্রাকৃতির বাগদার বাগদার বাচ্চা )। গতকাল দিনভর দেতবহাটা সীমান্ত নদী ইছামতির পাড়ে একাধিক বাঁক ঘুরে জানা যায়, দেশের চিংড়ি শিল্পের উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে । বেসরকারীভাবে গড়ে উঠেছে কক্সবাজার খুলনা ্ও সাতক্ষীরা অর্ধশতাধিক বাগদা পোনা তৈরির হ্যাচারি ।চিংড়ি পোনা উৎপাদনের জন্য গভীর সুমদ্র থেকে মাদার সংগ্রহ করেন হ্যাচারির মালিকরা । এপিল মে দু মাস মাদার সংগ্রহ করা বন্ধ থাকে সরকারী ভাবে । এ সময় চিংড়ি চাষীদের চিংড়ি পোনা সংগ্রহে বিপাকে পড়ে হ্যাচারীর মালিকরা । ্এই পরিস্থিতি উন্নয়নের জন্য হ্যাচারির মালিকরা ভারতের উৎপাদিত নপলি হ্যাচারী মালিকরা তে দিয়ে চিংড়ি পোনা উৎপাদন করে বাজারজাত করে । এই নপলি ওপার থেকে আনার জন্য পলি পেপারে বল আকৃতির প্যাকেট ব্যাবহার করা হয় । প্রভাবশালী চোরচালানকারীরা ্ওপার থেকে নপলির বর ইছামতি নদীতে ভাসিয়ে এপারে নিয়ে আসে । এরপর তা হাতবদল হয় সাতক্ষীরা, খুলনা ্ও কক্সবাজারে হ্যাচারীগুলোতে যায় । বিগত দিনে এই নপলির বল পারা পরে থানা পুলিশ দৈনিক ভিত্তিতে বল প্রতি নিদৃষ্ট অংকের টাকা নিতেন । পরিবর্তিত সময়ে কোন আইন শৃঙ্খলাবাহিনী কোন টাকা না নিল্ওে দেবহাটা উপজেলা ্ও জেলা বিএনপির এবং যুবদলের প্রভাবশালী কিছুনেতা র বল প্রতি ৯০০ টাকা হারে চাঁদাবাজি করে আসছে ।প্রতিদিন শ চারেক বল আসছে ্ওপার থেকে । এতে করে বিএনপি ও যুবদলের প্রভাবশালী নেতাদের প্যকেটে ঢুকছে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার বেশি । ঘটনাটি দেবহাটা উপজেলা ও জেলার ্ওপেন সিকরেট । সরকারের প্রশাসন ্ওগোয়েন্দা সংস্থাগুলোর কাঝে অজানা নয় ।এদিকে নপলির চোরচালান থেকে চাঁদাবাজি ঘিরে দুটি গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে । যে কোন সময় বাঁধতে পারে সংঘর্ষ । দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব সবুজের নেতৃত্বে বি এনপি নেতাদের নিয়ে একটা গ্রুপ । অপরদিকে একই উপজেলার শীর্ষ ৩ বি এনপি নেতার নেতৃত্বে একটা গ্রুপ । দু গ্রুপ ভাগ বটোয়ারা নিয়ে বিবাদে জড়িয়ে পড়ছে । অপরদিকে জেলা বি এনপির প্রভাবশালী ৩ নেতা জড়িয়ে পড়েছেন এই নপলি চাঁদাবাজিতে ।