নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য, দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি স.ম তাজমিনুর রহমান টুটুলের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার ২৫ অক্টোবর বাদ জুম্মা আশাশুনি উপজেলার সোভনালী ইউনিয়নের সরাফপুর গ্রামে তার গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থান দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামের আমির ও সাতক্ষীরা সিটি কলেজের সাবেক উপাধ্যাক্ষ শহিদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম, সদস্য রফিকুল ইসলাম শাওন, আক্তারুজ্জামান বাচ্চু, শহিদুল ইসলাম, আব্দুল আলিম, এবিএম মোস্তাফিজুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, খন্দকার আনিসুর রহমান, হাফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সাংবাদিক আল ইমরান, মৃণালসহ জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাংবাদিক টুটুলের দাফন সম্পন্ন
পূর্ববর্তী পোস্ট