এস এম আতিয়ার মনিরামপুর (যশোর ) থেকে:
মনিরামপুর উপজেলা চালুয়াহাটি ইউনিয়নের রতনদিয়া গ্রামের পানি বন্ধী মানুষদের দেখতে যান। চালুয়াহাটি ইউনিয়ন জামাতের নেতা আব্দুস সালামের নেতৃত্বে আটঘরা। গৌরীপুর, রতনদিয়া গ্রামসহ পুবালী, ধোপাডাংগা, গুপিকান্তপুর গ্রামসহ বিভিন্ন এলাকাজুড়ে। জামায়াতের ইসলামীর পক্ষথেকে ত্রাণ সামগ্রী বিতারণ করা হয়েছে। বিতরণের এসময় জামাতের আমির নজরুল ইসলাম বলেন,গ্রামবাসী টানা বৃষ্টিতে পানিবন্দি। মানুষের মাঝে কিছু হাদিয়া স্বরূপ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৫অক্টোবর) বেলা ১২টা সময়,নেংগুড়া বাজার পুর্বদিকে। জামাতের নেতা আঃ সালামের দোকানের সামনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের আমির,জনাব নজরুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সভাপতি: মাওলানা ফারুকে আযম, রাজনৈতিক উপদেষ্টা: জনাব সিরাজুল ইসলাম শেখ, বাইতুলমাল অর্থবিষয়ক সম্পাদক মাওলানা ইব্রাহীম হোসেন,ওলামা বিভাগ (জামায়াত) সভাপতি,মাওলানা আব্দুল গফুর, ইউনিয়ন যুব জামায়াতের সাবেক সভাপতি, এস এম হায়দার আলী, এছাড়া রতনদিয়া গ্রামসহ। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সাইফুল ইসলাম, আইয়ুব হোসেন, আ:সালাম, মাষ্টার হারুনসহ আরো অনেক, নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চালুয়াহাটি ইউনিয়নের জামায়াতের সভাপতির ও আমির নজরুল ইসলাম বলেন,আমরা জেনেছি। আপনারা অনেক কষ্টে আছেন,আপনাদের কষ্টে অংশগ্রহণ করতে এসেছি। আমরা আপনাদের দুঃখে দুঃখী সাথী। তাই বন্যা কবলিত মানুষদের কে সামান্য হাদিয়া দিতে এসেছি,আপনারা দয়া করে গ্রহণ করবেন। এসময় প্রভাষক ফারুকে আজম বলেন,আমাদের জামায়াত আমির,বন্যা কবলিত মানুষের পাশে আছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে।
অনেক এলাকার মানুষ পানিবন্দি হয়ে দুর্বিসহ জীবন যাপন করছেন। ঘরে ঘরে পানি বন্দি মানুষের খাবার এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট। মানুষের পাশাপাশি গবাদি পশুর জীবন ও বিপন্ন। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা কিছু পরিবারের মাঝে। খাদ্য সামগ্রী বিতরন করছি,আপনারা দোয়া করবেন আমরা যেন আরো বেশি বেশি সহযোগিতা আপনাদের কে করতে পারি। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় ও খাদ্য সামগ্রী দেওয়া হবে ।