রেজওয়ানুল ইসলাম রাব্বি, কলারোয়া: কলারোয়া উপজেলার রায়টা গ্রামে একটি মসজিদে জুমার নামাজ আদায় করার সময় এক ব্যক্তিকে কুপিয়ে যখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা এলাকার একটি মসজিদে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আমানুর রহমান (৫৮)। তিনি ওই এলাকার মৃত ছদন সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের দিকে জুমার নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করেন আমানুর। এ সময় মসজিদের ভেতরে অর্ধশত মুসল্লি নামাজ আদায় করছিলেন। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করেন। পরে আমানুরকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপানো শুরু করেন। এ সময় স্থানীয়দের মধ্যে হইচই শুরু হলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আমানুরকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা এবং মাথায় ক্ষতস্থানে ছয়টি সেলাই করেন। ধারণা করা হচ্ছে একটি মামলার সাক্ষী হওয়ায় এর জের ধরে মসজিদে নামাজরত অবস্থায় তার ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়।
কলারোয়ায় নামাজরত অবস্থায় এক ব্যক্তি কুপিয়ে জখম
পূর্ববর্তী পোস্ট