নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। বুধবার বেলা ৩টার দিকে সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ, অফিস স্টাফ ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। গত ১১ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা অফিসার মোহা. আবদুল গণি বরিশাল জেলার হিজলা উপজেলা শিক্ষা অফিসার হিসেবে বদলি হন এবং সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হিসেবে মো. নজরুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন। ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হিসেবে মো. নজরুল ইসলাম দায়িত্ব গ্রহণ করায় আনন্দঘন পরিবেশে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার দুলাল চন্দ্র সরকার, মো. রবিউল ইসলাম, সঞ্জয় কুমার মন্ডল, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক শেখ সাইদুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. সাইফুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রীনা রায়, হিসাব সহকারী নাজমা সুলতানা, ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বেলাল, হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সেলিম সাজ, খানপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, আড়ুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার সরকার, দক্ষিণ ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান, সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাজমুল আনাম প্রমুখ।
সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার নজরুল ইসলামকে বরণ
পূর্ববর্তী পোস্ট