প্রেস বিজ্ঞপ্তি: জি.এম আবির একজন ওয়েডিং ফটোগ্রাফার, গত ৫ বছর যাবত সনামধন্য ফটোগ্রাফি প্রতিষ্ঠান শিকারী ব্রান্ডে তিনি শুনামের সাথে কাজ করে যাচ্ছেন। ৯ সেপ্টেম্বর ফটোগ্রাফার জি.এম আবির’র জন্মদিন উপলক্ষে রাত ৯ টায় সাতক্ষীরা শহরের কুরাইশী ফুড পার্কে শিকারী ব্রান্ডের ফটোগ্রাফারদের নিয়ে এক নৈশভোজের আয়োজন করেন শিকারী ব্রান্ডের প্রধান নির্বাহী মাহফুজ আহমেদ। নৈশভোজে অংশ গ্রহন করেন ফটোগ্রাফার এবং সিনেমাটোগ্রাফার ইয়াসিন আরাফাত, মো. ইদ্রিস আলী, স্বাধীন জালাল, মো. ইউনুস আলী, মো রাফাত রাজ, খালিদ হাসান , শহিদ হাসান। এর আগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শিকারী ব্রান্ডে প্রধান নির্বাহী মাহফুজ আহমেদ তার বক্তব্যে বলেন শিকারী ব্রান্ড সাতক্ষীরা সহ সারা দেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। জি.এম আবিরের মত মেধাবী ফটোগ্রাফার পাশে থাকলে আমার আরো সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারবো।