নিজস্ব প্রতিবেদক, তালা: পাটকেলঘাটায় লোকনাথ নার্সিং হোম নামে একটি বেসরকারী হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যু মুখে রয়েছে সদ্য নবজাতক শিশু এক গুজব ছড়ানো হয়েছে। অভিযোগ বলা হয়েছে কোন অভিজ্ঞ চিকিৎসক ছাড়াই ক্লিনিক কর্তৃপক্ষ সেবা প্রদান করেছে বলে এমন অভিযোগ তুলেছেন রোগির স্বজনরা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন তালা উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব সরদার। তিনি জানান, ঘটনাটি শোনা মাত্র ঘটনাস্থলে গিয়ে একটি তিন সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়। এরপর জানা যায় ক্লিনিকে তাদের সিজার করার কথা থাকলে সেখানে কোন অস্ত্রপ্রচার করা হয়নি। এছাড়া নরমল ডেলিভারি কারনে সদস্য ভুমিষ্ঠ শিশুটি শারিরিকভাবে অসুস্থ হয়েছে। পরবর্তীতে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সম্মতি খুলনার একটি বেসরকারী হাসপাতাল সিটি মেডিকেলে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি সংকট মুক্ত রয়েছে বলে জানান তিনি। ভুক্তভোগীর মা নাছিমা বেগম জানান, শুক্রবার সন্ধ্যায় মেয়ে শানিয়া ইয়াসমিনের প্রসব বেদনা উঠলে তাকে লোকনাথ নাসিং হোমের ভর্তি করা হয়। এরপরে তাকে সিজার করানোর জন্য চুক্তিপত্র করা হয়। ওই সময় ক্লিনিকে কর্তৃপক্ষের কথা মত ঔষধ কেনা হয়।রাত সাড়ে ৮ টার দিকে স্বাভাবিক ভাবেই শিশুটি জন্ম নেয়। এরপর রাত ১২টার দিকে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ক্লিনিক কর্তৃপক্ষের পরামর্শে খুলনা সিডি মেডিকেলে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখান ডাক্তাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।তবে ক্লিনিক কর্তৃপক্ষের ভুল চিকিৎসা বলব না কিছুটা অবহেলা রয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। লোকনাথ নাসিং হোমের পরিচালক পুলক কুমার পাল জানান, আমি দীর্ঘদিন যাবত সুনামে সহিত মানুষের সেবা দিয়ে আসছি। শুক্রবার সন্ধ্যায় শানিয়া ইয়াসমিন নামে এক প্রসূতি মা আমার ক্লিনিকে সিজার করানোর জন্য ভর্তি হয়। পরে রাত ৮/ ৮.৩০ মধ্যে স্বাভাবিক ভাবেই নবজাতক শিশুটির জন্ম নেয়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাদের সাথে কথা বলে খুলনায় শিশুটিকে পাঠানো হয়। বর্তমানে শিশুটি খুলনার সিটি মেডিকেল নামে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি রয়েছে। তিনি আরো জানান, তার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য ভূল চিকিৎসা হচ্ছে বলে এক সার্থন্বেষী মহল গুজব ছড়াচ্ছে বলে তিনি দাবী করেন। সবশেষে তিনি সাংবাদকর্মীদের সঠিক সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ জানান।
পাটকেলঘাটায় লোকনাথ নার্সিং হোমে ভুল চিকিৎসা নিয়ে গুজব
পূর্ববর্তী পোস্ট