আব্দুর রহিম, কালিগঞ্জ থেকে: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বালক দলের রতনপুর ও বালিকা দলে তেঁতুলিয়া চ্যাম্পিয়ন হয়েছে। ২৭ জুলাই (বৃহস্পতিবার) বিকাল চারটায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে ফাইনাল খেলয় বঙ্গবন্ধু গোল্ডকাপ বালক দলে খেলায় রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল টাইব্রেকারে ৪-৩ গোলে উত্তর ভাড়াসিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় সেরা খেলোয়াড় মিশুক মেহেদী রতনপুর ও সেরা গোলদাতা সাঈদ ভাড়াসিমলা।
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ড কাপ ফুটবল খেলায় তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ২-০ গোলে থালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় সেরা খেলোয়াড় গোলকিপার তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেরা গোলদাতা তেঁতুলিয়া দলের দীপ্তি রানী মন্ডল।
খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম। উপজেলা শিক্ষা অফিসার অজিত নন্দী এর সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন ,ভাড়াসিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, কালিগঞ্জ থানার এস আই ইব্রাহিম খলিল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান প্রমুখ। খেলাটি পরিচালনা করেন মাহবুব এলাহী সোহাগ, সহকারী ছিলেন বাবলু ও মোমেন। খেলাটি ধারা বর্ণনায় ছিলেনইসমাইল হোসেন মিলন ,এম আর মোস্তাক, শাহিনা পারভিন। খেলায় ব্যাপক দর্শক সমাগম হয় । খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কে ট্রফি সহ সকল ফুটবল খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়।
পূর্ববর্তী পোস্ট