জাতীয় ডেস্ক: রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটে শান্তির সমাবেশ করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। এজন্য বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে তৈরি করা হচ্ছে মঞ্চ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ডিএমপি কমিশনারের অনুমতির পর মঞ্চ তৈরির কাজ শুরু করেন তারা। শুক্রবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীনদের শান্তি সমাবেশ শুরু হবে। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের পশ্চিম ও দক্ষিণমুখী করে তৈরি করা হচ্ছে মঞ্চ। মঞ্চটির দৈর্ঘ্য হবে ৬৪ ফুট এবং প্রস্থ ২৮ ফুট। মঞ্চ তৈরি ও মঞ্চের পিছনে সাজসজ্জার জন্য ৩০-৩৫ জন শ্রমিক কাজ করছেন।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে শান্তিতে আছে। উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে বাংলাদেশের ছাত্রসমাজ, যুবসমাজ সবাই ঐক্যবদ্ধ। আমি মনে করি, শুক্রবার এখানে লক্ষ লক্ষ যুব-ছাত্রদের মহাসমাবেশ ঘটবে।
তিন সংগঠনের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। এ ছাড়া দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
পূর্ববর্তী পোস্ট