জাতীয় ডেস্ক: এক দফা দাবিতে শুক্রবার মহাসমাবেশ করবে বিএনপি। এই সমাবেশকে কেন্দ্র করে রাত ১০টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। এর আগে রাত সাড়ে ৯টার দিকে মঞ্চ তৈরি করার জন্য বাঁশ আনা হয়। রাত সাড়ে ৯টার পরে কার্যালয়ের সামনে আটটি ট্রাক আসে। এসব ট্রাকের ওপরই মঞ্চ তৈরি হবে বলে জানা যায়।
শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাতে নয়াপল্টনে এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, সরকারের সংস্থার লোকজন দুষ্টুমি করতে পারেন। তাই অতন্দ্র প্রহরী মতো সতর্ক থাকতে হবে। আর এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জয় আমাদের নিশ্চিত। এ সময় নেতাকর্মীরা স্লোগান দিলে তিনি বলেন, আজ কোনো স্লোগান নয়। স্লোগান হবে আগামীকাল (শুক্রবার)। আর এখন এখানে মঞ্চ তৈরি করা হবে, আপনারা সবাই চলে যান।
ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আজ রাতে আপনারা নিজের মতো করে নিরাপদ জায়গায় গিয়ে বিশ্রাম নেন। আগামীকাল (শুক্রবার) অনেক পরিশ্রম করতে হবে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, চলে যান। আর আজ কোনো স্লোগান দেওয়া যাবে না।
এরপরও নেতাকর্মীরা কার্যালয়ের সামনে থেকে সরে যাননি। তারা অফিসের সামনে অবস্থা করেই সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
এদিকে নয়াপল্টনে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে সাজোয়া যান (এপিসি) ও জলকামান।
পূর্ববর্তী পোস্ট