বিনোদন ডেস্ক :
আশনা হাবিব ভাবনা ও নুসরাত ফারিয়া। কাজের বিচারে দুজনেই সমসাময়িক। আর ‘বিউটি উইথ ব্রেন’ বিচারেও যেন পাল্লা দিয়ে চলছেন দুজনে। নুসরাত সঞ্চালনা পেরিয়ে সিনেমা ও গানে সমান ছন্দময়। অন্যদিকে ভাবনা অভিনয়ের সঙ্গে চিত্রশিল্পী হিসেবেও ক্রমশ চোখ ছানাবড়া করে তুলছেন সতীর্থদের।
অথচ কী আশ্চর্য, দুজনের মধ্যে অদ্ভুত সখ্য!
তা না হলে, পৃথিবীর এত এত দামি পেইন্টিং বা নামি চিত্রশিল্পী থাকতে নুসরাত ফারিয়ার দেয়াল কেন সাজবে আশনা হাবিব ভাবনার আঁকা ছবিতে!
খবর, নুসরাত ফারিয়া সম্প্রতি নিজের নতুন ফ্ল্যাটে উঠেছেন। তার আগে সবগুলো দেয়াল সাজিয়েছেন মনের মাধুরী মিশিয়ে। যেখানে রেখেছেন শিল্পের ছাপ। এর জন্য ভরসা করেছেন সতীর্থ অভিনেত্রী আশনা হাবিব ভাবনার প্রতি। যিনি মূলত করোনাকালের লকডাউন থেকে অবসর সময়টা কাজে লাগতে আঁকাআঁকি শুরু করেন। এরমধ্যে তার কাক সিরিজের অনেক ছবি ব্যাপক প্রশংসা কুড়ায় অন্তর্জালে।
ফারিয়ার দেয়ালে ঝুলছে ভাবনার ‘মুখ ও মুখোশ’ফারিয়ার দেয়ালে ঝুলছে ভাবনার ‘মুখ ও মুখোশ’
সেই রেশটুকুই এবার মিললো নুসরাত ফারিয়ার নতুন দেয়ালে। তবে কাক নয়, ভাবনার আঁকা ‘মুখ ও মুখোশ’ সিরিজের তিনটি ছবি সংগ্রহ করেছেন ফারিয়া। আরও নিয়েছেন নভেরা সিরিজের ‘ফায়ার ওমেন’ এবং একটি ল্যান্ডস্কেপ ছবি।
এই প্রক্রিয়া প্রসঙ্গে ভাবনা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফারিয়া আমার কলিগ ও ভালো বন্ধু। তো সম্প্রতি সে ফোন করলো, জানালো নতুন বাসা নিয়েছে। সে চাইছে তার বাসার দেয়াল আমার ছবি দিয়ে সাজানো হোক। এরপর সে আসলো আমার বাসায়। আমার কাজগুলো দেখলো, প্ল্যান করলো। এরপর ৫টা ছবি সিলেক্ট করলো। আমিও ওর বাসার দেয়াল সিলেক্ট করে সেগুলো ঝুলিয়ে দিলাম। এটাই আসলে প্রক্রিয়া। এখানে নিলামে তোলার মতো কিছু হয়নি!’
না, গিফট নয়। নুসরাত ফারিয়া নগদ টাকায় কিনে নিয়েছেন ভাবনার আঁকা চিত্রকর্মগুলো।
ল্যান্ডস্কেপফারিয়ার দেয়ালে ভাবনার আাঁকা ল্যান্ডস্কেপ
ভাবনা বলেন, ‘কিনেছে তো বটেই। কিন্তু সেটা বিষয় নয়। এখানে আলোচ্য বিষয় হলো, কলিগ হিসেবে একজন আরেকজনের কাজ অ্যাপ্রিসিয়েট করার প্রক্রিয়াটা। ও আরও অনেক অসাধারণ এবং বিখ্যাত ছবি দেয়ালে ঝুলাতে পারতো। কিন্তু সে আমার ছবিটাই নিলো। এর মূল কারণ আমাকে সে অ্যাপ্রিসিয়েট করলো। এটা অসাধারণ একটা অনুভূতি। কারণ, এই প্র্যাকটিস তো আমাদের মধ্যে খুবই কম।’
তবে নুসরাত ফারিয়ার নতুন বাসা কিংবা তার দেয়ালে ভানার পেইন্টিং ঝোলানো প্রসঙ্গে কোনও মন্তব্য মেলেনি এখনও। তবে তার এই নতুন জীবনের বয়স সব মিলিয়ে এক সপ্তাহ হবে। এরমধ্যে কাছের বন্ধুদের নিয়ে দিয়েছেন ঘরোয়া পার্টিও। যেখানে হাজির ছিলেন আশনা হাবিব ভাবনাও।
এই চিত্রশিল্পীর প্রত্যাশা, ফারিয়ার দেয়ালে তার ছবিগুলো যত্নেই থাকবে।
ফারিয়ার দেয়ালে ভাবনার আঁকা ফায়ার ওমেন