আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিল শহরের একটি ব্যাংকে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। হামলাকারী বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। খবর আল জাজিরা ও নিউ ইয়র্ক টাইমস।
সোমবার (১০ এপ্রিল) লুইসভিল মেট্রো পুলিশ ডিপার্টমেন্ট এক টুইট বার্তায় বলেছে, এখন সক্রিয়া কোনো হামলার হুমকি আর নেই।
লুইসভিল মেট্রো পুলিশের উপ-প্রধান পল হামফ্রে বলেন, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ওল্ড ন্যাশনাল ব্যাংকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলেই হামলাকারী নিহত হয়েছেন। তার উদ্দেশ্য কী হতে পারে, তা এখনও জানা যায়নি।
তিনি আরও জানান, ব্যাংকের ভেতরেই গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ এক টুইটার বার্তায় বলেছেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দয়া করে ঘটনাস্থলের আশেপাশের এলাকা এড়িয়ে চলুন। আমরা যত দ্রুত সম্ভব সব তথ্য সরবরাহ করবো।’
কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশার ক্ষতিগ্রস্ত সব পরিবার এবং লুইসভিল শহরের জন্য প্রার্থনা করতে বলেছেন।