
জাতীয় ডেস্ক:
অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেছেন আদালত।
বুধবার (১৫ মার্চ) দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত তাদের উপস্থিতিতে চার্জশিট আমলে গ্রহণ করেন। পরবর্তীতে বিচারের জন্য মামলাটি বিশেষ জজ-৬ এ বদলির আদেশ দেন।
গত বছর ২৭ ডিসেম্বর আদালতে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের নামে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মোহা. নুরুল হুদা।
অবৈধভাবে ২০ কোটি ৭৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালে মামলা দায়ের করে দুদক।