
জাতীয় ডেস্ক:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হলে বিবস্ত্র করে ছাত্রীকে নির্যাতন এবং শিক্ষক নিয়োগ সংক্রান্ত উপাচার্যের অডিও ফাঁসের ঘটনা আলোচিত পুরো দেশে। এ ঘটনার রেশ না কাটতেই স্থানীয় বখাটেদের দ্বারা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে মারধর করার ঘটনায় আবারও উতপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনা যেন পিছু ছাড়ছে না।
শিক্ষার্থী মারধরের ঘটনায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বাদী হয়ে আকাশ ও আলিমের নাম উল্লেখ করে ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। এতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে ক্যাম্পাসে সম্পূর্ণরুপে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
সোমবার বিকেলে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে মোটরসাইকেলে তেল আনতে গেলে স্থানীয়দের দ্বারা হামলার শিকার হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র। ঘটনার পর দুই ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। হামলার শিকার দুই ছাত্র হলেন, ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মাদ হাসান জিসাদ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুপ্ত হাসান।
হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬ টা থেকে পৌণে ১০টা পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে কুষ্টিয়া-ঝিনাইদহ উভয় পাশে ছয় কিলোমিটার যানজটের সৃষ্ট হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন।
এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার রাত ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বাদী হয়ে এ মামলা করেন। মামলার প্রেক্ষিতে একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তির নাম ঝন্টু ওরফে জাহাঙ্গীর হোসেন। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বাদী হয়ে থানায় মামলা করেছেন। জাহাঙ্গীর হোসেন ঝন্টু নামের সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে, বাকিদের আটকের চেষ্টা চলছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘গতকালের ঘটনার পর রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করে মাইকিং করা হয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের গেটগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও আজ সন্ধ্যায় স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এ বিষয়ে বসবো।’