
জাতীয় ডেস্ক:
রাজধানীতে ঘটা সাম্প্রতিক সময়ের বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নাশকতার প্রচেষ্টা পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (১১ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি অনুষ্ঠানে যোগ নিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সম্প্রতি যে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী সেখানে কোনও নাশকতার প্রচেষ্টা পাওয়া যায়নি বা নাশকতার পরিকল্পনার সংবাদ আমাদের কাছে আসেনি। গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব নিয়ে কাজ করছে।’
তিনি বলেন, ‘অনুসন্ধান অব্যাহত রয়েছে। তাই, এখুনি ফাইনাল কিছু বলা যাচ্ছে না। ফাইনাল রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’
আসাদুজ্জামান খান বলেন, ‘আওয়ামী লীগ কখনো চক্রান্ত, ষড়যন্ত্রে বিশ্বাস করে না। জনগণের ভোট ও সমর্থন নিয়ে আওয়ামী লীগ চলে। কাজেই কোনও চক্রান্ত, ষড়যন্ত্রকে আওয়ামী লীগ ভয় পায় না। এগুলো মোকাবিলা করেই আওয়ামী লীগ চলছে।’