
জাতীয় ডেস্ক:
রং-তুলির আঁচড়ে সেজে উঠেছে স্মৃতির মিনার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে ধোয়া-মোছার শেষ প্রস্তুতি। দিবসটির আগে শহীদ মিনার দেখতে আসা সাধারণ মানুষের দাবি, শুধু একটি দিন নয়, বছরজুড়ে শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করা হোক।
রং-তুলির আঁচড়ে নান্দনিক সাজে সাজানো হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার। মায়ের ভাষা বাংলায় কথা বলার অধিকার আদায় করতে গিয়ে যারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতির মিনার। এরই মধ্যে মূল বেদিতে আলপনা আঁকাসহ শেষ হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে একুশের প্রথম প্রহর আসার আগেই নতুন সাজে সজ্জিত শহীদ মিনার দেখতে আসেন অনেকে। শহীদ মিনার প্রাঙ্গণে এসে কেউ বেহালায় তুলছেন ভাষাকে নিয়ে রচিত গানের সুর। কেউ আবার মুহূর্তকে বন্দি করছেন মোবাইল ফোনে। শুধু নির্দিষ্ট দিনে নয়, সারা বছরই এই স্মৃতিস্মারক পরিচ্ছন্ন রাখার দাবি তাদের।
এদিকে সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া। এবার শহীদ মিনারে আগতদের পলাশী দিয়ে ঢুকে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর ও চানখারপুল দিয়ে শহীদ মিনার এলাকা ছাড়তে হবে বলেও জানান তিনি।