
বিএম আলাউদ্দীন, আশাশুনি থেকে: বাংলাদেশ হিউম্যান রাইটস এÐ প্রেস সোসাইটি আশাশুনি উপজেলা শাখা কমিটির পক্ষ থেকে আশাশুনি থানার ভার প্রাপ্ত কর্মকর্তা ও নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। বুধবার সকালে থানায় উপস্থিত হয়ে এ শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম ও নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামের হাতে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন, সোসাইটির আশাশুনি উপজেলা কমিটির উপদেষ্টা জি এম মুজিবুর রহমান, সোসাইটির সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুছ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি আকাশ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, সদস্য রিয়াজুল ইসলাম ও সাংবাদিক লিংকন। এসময় ওসি মমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম সাংবাদিকদেরকে সততা ও নিষ্ঠার সাথে এলাকার আইন শৃংখলা উন্নয়নে তাদের পাশে থেকে দায়িত্বশীলতার পরিচয় প্রদানের আহবান জানান। পুলিশকেও তারা এলাকার স্বার্থে পাশে পাওয়া যাবে বলে তারা আশ্বস্ত করেন।