
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার নগর জুড়ে লুডু খেলা এখন জুয়ায় পরিণত হয়েছে। এক সময়ে যে লুডু বোর্ড ছিল কাগজে তৈরি, এখন তা মোবাইলে সফটওয়্যারের মাধ্যমে পাওয়া যায় । মোবাইল ফোনের মাধ্যমেই প্রকাশ্য দিবালকে দিন-রাত নগরের অলি-গলিতে বিশেষ করে চায়ের দোকানে চলছে ডিজিটাল জুয়ার আসর। স্মার্টফোনে লুডু কিং নামে একটি সফটওয়্যার ইনস্টল করে সর্বোচ্চ আটজন মিলে এ খেলা খেলতে পারে। খেলার ধরন রয়েছে দুই প্রকার। একটি অনলাইনের মাধ্যমে অপরটি একটি মোবাইলে একইসঙ্গে বসে খেলা যায়। তবে অনলাইন ছাড়া একসঙ্গে চারজনের খেলার প্রবনতা বেশি দেখা গেছে। চারজন মিলে খেললে এক একটি গেইম শেষ হতে সময় লাগে প্রায় ৩০ মিনিট। প্রতি গেমে বাজি ধরা হয় ১০০-৫০০ টাকা। কোন কোন ক্ষেত্রে টাকার পরিমাণ আরো বেশিও হয়। আর এই জুয়ার কারনে বাড়ছে দাম্পত্য কলহ সংসারিক অশান্তি, এমনকি সংসার ভাঙ্গার ঘটনাও ঘটছে। ভদ্রবেশে লোকচক্ষুর সামনেই চলছে এই জুয়াে আসর। অধিকাংশ চায়ের দোকানে সন্ধ্যা হলেই বসছে এই জুয়ার আসর, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি পরিবারের সদস্যরা জানান, লুডুর জুয়ার কারনে তাদের পরিবারে এখন সর্বদা অশান্তি বিরাজ করছে। এই জুয়া খেলার প্রতিবাদ করতে গিয়ে তাদেরকে হতে হচ্ছে বিভিন্নভাবে লাঞ্জিত। এই জুয়া খেলার বেশিরভাগই তরুণ এবং যুবকরা,তবে এখন বর্তমানে তাদের সাথে বয়স্ক ব্যক্তিদেরকেও যোগ দিতে দেখা যাচ্ছে।
সাতক্ষীরা পৌরসভার ৫ /৬/৭ নং ওয়ার্ডের বসবাসকারী কয়েকজন ব্যাক্তি বলেন, আমাদের সন্তানেরা এখন ধংশের পথে। কারন মোবাইল ফোনে এখন কথা হয় না। চলে জুয়া খেলার আড্ডা। আমাদের সন্তানরা লেখা পড়া বাদ দিয়ে বসে মোবাইলে জুয়ার আড্ডায়। সচেতন মহলের দাবী যদি এই জুয়া বন্ধ না হয় তাহলে ধংস্ব হবে যুব সমাজ। তাই দ্রুত এই জুয়া বন্ধে প্রশাসনকে এগিয়ে আসতে হবে।