
নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ জানুয়ারী ২০২২ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আশাশুনি সদরে নৌকা প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৬নং আশাশুনি সদর গাছতলা প‚জা মন্দির চত্বরে সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল্লাহেল বাকী বাচ্চু’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এস এম হোসেনুজ্জামান হোসেন এর পক্ষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন
আশাশুনি উপজেলা আ.লীগের সাবেক সহ সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এস এম শাহজাহান আলী, কৃষকলীগ নেতা সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম, কৃষকলীগ নেতা এন এম বি রাশেদ সরোয়ার শেলী, আ.লীগ নেতা আছাদুল ইসলাম, উপজেলা যুবলীগের সেক্রেটারী জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম সাহেব আলী প্রমুখ।
সভায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হোসেনুজ্জামান বলেন, জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রতীক হচ্ছে নৌকা । তাই সেই নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় ইউনিয়ন আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ সহ ইউনিয়নের অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।