
নিজস্ব প্রতিবেদক: মানব সেবা মহৎ কাজ, করতে কোন নাহি লাজ, আসেন সবাই সেবা করি। এই পতিপাদ্য বিষয় কে সামনে রেখে শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক,এর সহযোগী সংগঠন শ্যামনগর অনলাইন অক্সিজেন ব্যাংক ও শ্যামনগর অনলাইন ফুড ব্যাংক,এর এডমিন শেখ মফিজুর রহমানের আয়োজনে সিলিং ফ্যান বিতরণ ও সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। গত ৪ আগস্ট বুধবার বিকাল ৬ টার সময় বৈশখালি হাফিজিয়া মাদ্রাসার চত্বরে শুভ উদ্বোধন করেন। পুর্ব কৈখালী বায়তুল ফালাহ পাঞ্জেগানা মসজিদে ৩ টা সিলিং ফ্যান দেওয়া হয়েছে। শ্যামনগর অনলাইন, ব্লাড ব্যাংক, অক্সিজেন ব্যাংক, ও ফুড ব্যাংক এর এডমিন শেখ মফিজুর রহমানের ও সংগঠনের স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে পূর্ব বায়তুল ফালাহ পাঞ্জেগানা সভাপতি সাহেবের নিকট সিলিং ফ্যান হস্তান্তর করেন। অনুষ্ঠানে এডমিন বলেন, ইতোমধ্যে আমরা পূর্ব কৈখালী বায়তুল ফালাহ পাঞ্জেগানা সিলিং ফ্যান প্রদান করেছি। পর্যায়ক্রমে আরো অনেক গুলো পাঞ্জেগানা ও মসজিদে সিলিং ফ্যানসহ প্রয়োজনীয় সকল উপকরণ প্রদান করা হবে।