হাফিজুর রহমান/হাবিবুল্লাহ বাহারঃ– যৌতুকের দাবি ও পারিবারিক কলহের জের ধরে এক সন্তানের জননী সোনিয়া খাতুন (২২)নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার নাটক সাজানোর ঘটনায় শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২) জুলাই বেলা সাড়ে ৩ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের শেরকাটি গ্রামে।
নিহত গৃহবধূর সে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের শেরকাটি গ্রামের আনারুল মোল্লার স্ত্রী এবং পার্শ্ববর্তী গনেশপুর গ্রামের জামাত আলী গাজীর কন্যা।
উক্ত ঘটনায় গৃহবধূর শশুর শেরকাটি গ্রামের আরশাদ মোল্লা (৬০), এবং শাশুড়ি মমতাজ বেগম (৫০) কে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে।
খবর পেয়ে থানা হতে উপ-পরিদর্শক তরিকুল ইসলাম, শিহাবুর রহমান ঘটনাস্থল থেকে আঘাতের চিহ্ন সহ সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার থানায় আসে।
উক্ত ঘটনায় নিহত গৃহবধূর পিতা জামাত আলী সাংবাদিকদের জানান, আনারুলের সঙ্গে তার কন্যার ৪ বছর আগে বিয়ে হয়।
তাদের ঘরে ৩ বছরের একটি পুত্রসন্তান আছে।
বিয়ের পর হতে জামাই আনারুল যৌতুকের জন্য প্রায় মারধোর নির্যাতন চালিয়ে আসছিল।
বৃহস্পতিবার (২২) জুলাই আমার কন্যাকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে আমাদেরকে খবর দেয়।
খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আমার কন্যার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। ঐ সময় আমরা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসলেও আমার জামাতা আনারুল পালিয়ে যায়।
এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিজানুর রহমান, উপ-পরিদর্শক তরিকুল ইসলাম ও সিহাবুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে গৃহবধূর শরীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে উক্ত ঘটনায় তার শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি হত্যা না আত্মহত্যা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।