হাফিজুর রহমান/হাবিবুল্লাহ বাহারঃ– কালিগঞ্জ উপজেলার পিরোজপুর টু মৌতলা খাল খনন ও বাইপাস রাস্তা নির্মান পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। মঙ্গলবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৬ টায় তিনি খাল ও বাইপাস রাস্তা নির্মান কাজ পরিদর্শন করেন।এসময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী,উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম,অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান প্রমুখ।খাল খনন ও বাইপাস রাস্তা নির্মান কাজ ও সড়ক জনপথের রাস্তা সংস্কার কাজ দেখে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির সন্তোষ প্রকাশ করেন।এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী খালধার ও রাস্তার পাশে বসবাসরত ভুমিহীনদের জন্য গৃহ নির্মানের ও তাদের পুর্নবাসন এর দাবি জানিয়ে ভুমিহীন পরিবারগুলোর তালিকা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন,জনসংখ্যার তুলনায় আয়তনে কম বাংলাদেশ। আবার এদেশে স্থাবর সম্পত্তির মালিক মুষ্টিমেয় কিছু লোক যাদের হাতে সীমাবদ্ধ। একটা বৃহৎ শ্রেনী গোষ্ঠী ছিন্নমূল পরিবার যারা বসবাস করে নদীর চরে , মেইন রাস্তার পাশে খাস জমিতে,আবার রেল স্টেশন এর পাশে বা নদী খালবিল এর পাশের খাস জমিতে। ঠিক তেমনি কালিগঞ্জ উপজেলাতেও কিছু পরিবার আছে যারা ছিন্নমূল এবং যেখানে সেখানে রাস্তার পাশে ঘর বেধে বসবাস করে যাদের কারনে ব্যহত হচ্ছে উন্নয়ন মূলক কার্যক্রম আবার তারা পিছিয়ে পড়ছে সামাজিক সুযোগ সুবিধা হতে।তাদের বসবাস এর পরিবেশে যেমন একটা নবজাতক সন্তানের নৈতিক আদর্শ গঠনহবে না তেমনি তার নানা রোগবালাই এবং মানসিক প্রতিবন্ধকতা নিয়ে বড় হতে হয়।তাদের জন্য প্রয়োজন পরিচ্ছন্ন পরিবেশ, ভাল আবাস স্থান,ভাল চিকিৎসা সেবা,ভাল বাজার ব্যবস্থা,শিক্ষা ব্যবস্থা,নির্মল পরিবেশ, খেলার মাঠ,ধর্মীয় প্রতিষ্ঠান, সুপেয় পানি,জানমাল এর নিরাপত্তা, সামাজিক সেপটিনেট সুবিধা গুলোর প্রাপ্তি নিশ্চিত করা দরকার। কিন্তু ছিন্নমূল পরিবার গুলো আদৌও কি এই সুবিধা গুলো পায়। একজন সামাজিক নেতা এবং মানুষ এর নেতা হিসাবে তাদের পুর্নবাসনের মাধ্যমে সেগুলো নিশ্চিত করার জোর দাবি জানান।জেলা প্রশাসক এ পরিবারগুলোর পুর্নবাসনের জন্য ব্যবস্হা করবেন বলে আশ্বস্ত করেন।
পিরোজপুর টু মৌতলা খাল ও বাইপাস সড়ক পরিদর্শন করেন জেলা প্রশাসক
পূর্ববর্তী পোস্ট