
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, বেসরকারি হাপাতালে ২ জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মরা গেছেন।
মঙ্গলবার (২২ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. জয়ন্ত কুমার সরকার।
ডা. জয়ন্ত কুমার সরকার জানান, সাতক্ষীরা জেলায় গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনা ও ৮ জন উপসর্গ নিয়ে মৃত্যু মারা গেছে।