প্রেস বিজ্ঞপ্তি: রাজবাড়ীর গোয়ালন্দে পতিতালয়ে নির্মিত হলো নাট্যনির্মাতা জি.এম সৈকতের লেখা ও পরিচালনায় একক নাটক “পতিতা প্রেম”। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অহনা। পতিতাদের জীবন কাহিনী,তাদের প্রেম ভালোবাসার কাহিনী নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। নাটকটিতে আরো অভিনয় করেছেন সাব্বির আহমেদ,বড়দা মিঠু,মোমেনা চৌধুরী,শিমুল প্রমূখ। গতকাল প্রকৃতি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পেয়েছে। নির্মাতা জি.এম সৈকত বলেন,কোন মেয়ে ইচ্ছে করে পতিতা হয়না,আমাদের সমাজের কিছু খারাপ মানুষের জন্য তারা বাধ্য হয়ে পতিতাবৃত্তি করে। আবার তারাই তাদেরকে খারাপ মেয়ে হিসেবে আখ্যায়িত করে। আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে।
পতিতাদের নিয়ে নাটক নির্মাণ করলেন জি.এম সৈকত
পূর্ববর্তী পোস্ট