চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ভারত ফেরত ব্যক্তির দেহে এবার করোনার ‘আফ্রিকান ভ্যারিয়েন্ট’ শনাক্ত হয়েছে। চট্টগ্রামের ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ওই ব্যক্তির নমুনার জীবন রহস্য উন্মোচন করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। সিভাসুর গবেষণায় এর আগেও ১০ জনের নমুনা পরীক্ষা করে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় পাওয়া ধরন মেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে ভারত ফেরত ছয় বাংলাদেশির নমুনা সিভাসু কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে পাঁচজনের কোভিড-১৯ নেগেটিভ ও একজনের পজেটিভ ধরা পড়ে।
সিভাসু গবেষক দল কোভিড-১৯ আক্রান্ত রোগীর স্বাস্থ্য ঝুঁকি মূল্যায়ন বিষয়ে একটি গবেষণা পরিচালনা করছে। এর অংশ হিসেবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ঢাকার সহযোগিতায় পজেটিভ শনাক্ত ব্যক্তির নমুনা থেকে নভেল করোনাভাইরাসের পূর্ণাঙ্গ জীবন রহস্য (জিনোম সিকোয়েন্স) উন্মোচন করা হয়।
জিনোম সিকোয়েন্সের ফলাফল থেকে দেখা যায় যে, ভারত ফেরত কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির নমুনায় দক্ষিণ আফ্রিকায় পাওয়া ভ্যারিয়েন্ট (ই.১.৩৫১) এর উপস্থিতি রয়েছে।
চট্টগ্রামের ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ এর সার্বিক নির্দেশনায় গবেষক দলে ছিলেন অধ্যাপক ড. পরিতোষ কুমার বিশ্বাস, ড. শারমীন চৌধুরী, ডা. ইফতেখার আহমেদ রানা, ডা. ত্রিদীপ দাশ, ডা. প্রনেশ দত্ত, ডা. সিরাজুল ইসলাম ও ডা. তানভীর আহমদ নিজামী।