জামিনুর রহমান শ্যামনগর: শ্যামনগর থেকে প্রতিদিন সন্ধায় ছেড়ে যাচ্ছে ঢাকাগামী পরিবহন হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা কিছু অসাধু পরিবহন মালিক বিপাকে পড়ছে সাধারণ জনগণ।
যাত্রীদের সাথে কথা বলে যানা যায় জন প্রতি বিভিন্ন রকম ভাবে টিকিট নিচ্ছে যেমন ৯০০/১০০০/১২০০/১৪০০ টাকা পর্যন্ত করে তারপরও নেই কনো সামাজিক দূরত্ব দুই ছিটে একজন করে বসার কথা থাকলেও দুই ছিটে দুইজন বসাচ্ছে।
শ্যামনগর থেকে প্রতিদিন রাতে ৭টা থেকে ৮টার মধ্য ছেড়ে যাচ্ছে ঢাকাগামী শুভ বসুন্ধরা, ঝউ, শ্যামনগর এক্সপ্রেস, পরিবহণ। ঝউ পরিবহণ এর ম্যানেজার এর সাথে কথা হলে বলেন আমাদের উর্ধতন কর্মকর্তা দের সাথে কথা বলে গাড়ী চালাছি এবং দুই সিটে দুই জন এর কথা যানতে চাইলে বলেন রাস্তা বিভিন্ন জাগায় টাকা দিয়ে আমাদের চলতে হচ্ছে।
শুভ বসুন্ধরা ম্যানেজার মতি এর কাছে কোন নিদেশ আছে কিনা যানতে চাইলে বলেন আমাদের কৃষক দের নিয়ে আসার একটা পাস ছিলো এতেই চলছে।
শ্যামনগর এক্সপ্রেস এর ম্যানেজার মোঃ ফিরোজ বলেন আমাদের কনো যাত্রী নেই দুই একজন হচ্ছে বলেন কনো পারমিশন নেই। একজন ড্রাইভার এর সাথে কথা হলে নাম বলতে অনিচ্ছুক বলেন আমার গাড়ীতে ৪৭ জন ঢাকা থেকে আচ্ছে ভাড়া কথা জিজ্ঞেসা করলে বলেন ১২০০/১০০০ এই রকম নিচ্ছে। সাধারণত যাত্রীদের মধ্যে আলোচনা করেন আমাদের একজন এর কাছ থেকে টাকা নিচ্ছে দুই সিটে কিন্তু যাত্রী নিচ্ছে দুই জন দেশটা যেনো দুর্নীতিতে ভরে যাচ্ছে ।