
আশাশুনি সংবাদদাতা: মুজিব শতবর্ষ উদযাপনে মাস ব্যাপী কর্মসূচী গ্রহনের লক্ষ্যে আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্্নানের সভাপতিত্বেবৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলি, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, চিত্তরঞ্জন, আব্দুল গফফার, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদপ্রমুখ। সভায় মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা, স্মরণিকা প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।