
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার প্রাণকেন্দ্র বুধহাটা বাজারে মেইন রোডে ড্রেন নির্মানের নামে অপরিকল্পিত কাজ করায় গুরুত্বপূর্ণ পথ ব্যবহারে জন দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
আশাশুনি টু সাতক্ষীরা সড়কে বড় বাজার এলাকায় রাস্তার দু’পাশে বা এক পাশে ড্রেন নির্মান করা হয়েছে বা হচ্ছে। কিন্তু ড্রেন নির্মানের ক্ষেত্রে বুধহাটা বাজারের উপর কাজে পরিকল্পনা হীনতার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। ফলে বাজারের গুরুত্বপূর্ণ সড়কের মুখ বন্ধ হয়ে যাওয়ায় জন দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল হোষ্টেল, খেলার মাঠ, পোস্ট অফিস, ব্যাংক এশিয়া, কিন্ডার গার্ডেন স্কুল, সার ও কিটনাশকের গোডাউন, এনজিও অফিস ও এলাকায় বসবাসকারী অসংখ্য মানুষের যাতয়াতের প্রবেশ পথ অধীক গুরুত্বপূর্ণ। কিন্তু সেদিকে কোন প্রকার খেয়াল না রেখে অপরিকল্পিত ভাবে মেইন সড়কে বড় আকারের ড্রেন নির্মান কাজ করা হয়েছে। অথচ ঐ সব স্থানে ও এলাকায় যাতয়াতের পথের উপরে উচু করে ড্রেন নির্মান করা হয়েছে। অথচ ব্রহ্মরাজপুর বাজারে একই ভাবে ড্রেন নির্মান করা হলেও সেখানে গুরুত্বপূর্ণ পথে ও সড়কে ড্রেনের উচ্চতা কমিয়ে যাতয়াতের সুব্যবস্থা করা হয়েছে। বুধহাটা বাজরের ক্ষেত্রে এমন উদাসীনতার ঘটনায় এলাকার মানুষ হতভাগ হয়ে পড়েছেন। এখানে প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। মানুষকে ঐ পথে যেতে তার মটর সাইকেল, সাইকেলসহ সকল যানবাহন মেইন সড়কের উপর রেখে যেতে বাধ্য হচ্ছে। ফলে অনেক ক্ষেত্রে রেখে যাওয়া যানবাহন চুরির ঘটনাও ঘটছে। গোডাউনের মালামাল আনলোড ও গোডাউন থেকে সরবরাহ করতে সেখানে গাড়ি নিতে না পারায় গোডাউন ব্যবহারে বিপর্যস্ত হতে হচ্ছে। এ ব্যাপারে বুধহাটা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন জানান, কয়েকবার ঠিকাদারকে বলেছি কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি।