হাফিজুর রহমান / হাবিবুল্লাহ বাহার: কালিগঞ্জের পল্লীতে এক সন্তানের জননী এক গৃহবধূর বিষপানে আত্মহত্যার ঘটনা নিয়ে গুঞ্জন উঠেছে। পরিবারের অভিযোগ শারীরিক নির্যাতন চালিয়ে হত্যা করে ঘটনা ভিন্ন খাতে দিতে মুখে বিষ ঢেলে দিয়েছে স্বামী। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বাবুরাবাদ গ্রামে। নিহত গৃহবধূর নাম শারমিন আক্তার পলি (২২)। সে বাবুরাবাদ গ্রামের আব্দুল আজিজের স্ত্রী এবং ভাড়াশিমলা গ্রামের জামাল সরদারের কন্যা। খবর পেয়ে থানার উপ পরিদর্শক চিন্ময় রবিবার সকালে ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। উক্ত ঘটনায় গতকাল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে মামলা নং-৪। বিষপানে নিহত গৃহবধুর বাবা জালাল উদ্দীন সাদনদীকে জানান, গত দুই বছর আগে তার কন্যা শারমিন আক্তার পলির সঙ্গে বাবুরাবাদ গ্রামের আজিজুর রহমানের সাথে বিবাহ হয়। বিবাহের পর হইতে মোটা অংকের টাকা যৌতুকের জন্য প্রায় শারীরিক ও মানুষিক নির্যাতন চালাতো। বিষয়টি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। শনিবার ভোরে তার কন্যা বিষপানে আত্নহত্যার খবর পেয়ে আমরা যেয়ে দেখি তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পরে আমরা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থল হইতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে আমার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করে মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে। থানার উপ পরিদর্শক চিন্ময় বলেন লাশ উদ্ধার করে অপমৃত্যু মামলা দায়েরের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গৃহবধূর মৃত্যুর পর হতে তার স্বামী আত্নগোপনে থাকায় কথা বলা সম্ভব হয়নি।
কালিগঞ্জে গৃহবধূর বিষপানে আত্মহত্যা নিয়ে গুঞ্জন
পূর্ববর্তী পোস্ট